সিলেট: দেশব্যাপী ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে চলা নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে গণমিছিল করেছে ১৪ দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণমিছিলটি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, জামায়াত-বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তারা পাকিস্তানের প্রেতাত্মা। তারা নাশকতা চালিয়ে দেশের মানুষ মারছে। জামায়াত-বিএনপি দেশের অর্থনীতি পঙ্গু করে রাষ্ট্রকে অকার্যকর করতে চায়।
বাংলার জনগণ আগেও ১৪ দলের সঙ্গে ছিল, আগামীতেও থাকবে মন্তব্য করে বক্তারা বলেন, জনগণ তাদের বারবার বর্জন করেছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তাদের বাংলার মাটি থেকে প্রত্যাখ্যান করেছে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ নেতা কলমদর আলী, ওয়ার্কার্স পার্টির নেতা সিকান্দর আলী, গণতন্ত্রী পার্টির নেতা আরিফ মিয়া, ন্যাপ নেতা ইসহাক আলী, আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ, বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শামসুল ইসলাম, এটিএম হাসান জেবুল, আব্দুর রহমান জামিল, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, শ্রমিকলীগ নেতা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত পুরকায়স্থ, যুবলীগ নেতা আলম খান মুক্তি, ছাত্রলীগ নেতা রাহাত তরফদার, এমরুল হাসান প্রমুখ।
এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসহ ১৪ দলের নেতাকর্মীরা পৃথক মিছিলে নিয়ে নগরীর কোর্ট পয়েন্টে এসে মিলিত হয়। মিছিলে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা নেতৃত্ব দেন।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫