ঢাকা: কোনো বিদেশী এদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। দেশের রাজনীতি এ দেশের মানুষই নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে ১৪ দলের গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের নামে চালানো নৈরাজ্যের প্রতিবাদের কেন্দ্রীয় ১৪ দল এ গণমিছিলের আয়োজন করে। মিছিলটি বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে গিয়ে শেষ হয়।
এসময় মিডিয়ার কঠোর সমালোচনা করে শেখ সেলিম বলেন, আজকে কিছু পত্রিকা ও টেলিভিশন তাদের (বিএনপি) নাশকতা ও পেট্রোল বোমা হামলার ছবি ছাপান। আপনারা এগুলো কোত্থেকে পান! আপনারা এগুলো জেনে পুলিশে খবর না দিয়ে প্রচার করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ দেন। আগামীতে এমন উৎসাহ প্রদানের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। সবার বিচার করা হবে, বাংলাদেশে তাদের স্থান দেওয়া হবে না।
বিএনপির কর্মসূচি নিয়ে শেখ সেলিম বলেন, এটা আন্দোলন নয়, খালেদা জিয়ার সন্ত্রাসী তৎপরতা। তিনি গণতন্ত্র, মানবতা ও ইসলামের শত্রু। তিনি সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
নগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, জেপির মহাসচিব শহীদুল ইসলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫