ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শাহবাগ-রমনায় ৪ ককটেল বিস্ফোরণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
শাহবাগ-রমনায় ৪ ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনের রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ সংলগ্ন সড়কে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পৃথকভাবে রমনা এলাকায় আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।



শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে পৃথক এ দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠিক পৌনে ৯টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চ সংলগ্ন সড়কে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে, ককটেল নিক্ষেপ করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এবং কাউকে আটকও করা যায়নি। এছাড়া কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

অপরদিকে, পৌনে ৯টার কিছু সময় পর রমনার মৎস্য ভবন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায়ও কাউকে আটক করা যায়নি এবং কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।