ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
সিলেটে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

সিলেট: সিলেটে পেট্রোলবোমা নিক্ষেপে ট্রাকে অগ্নিসংযোগ ও চালক আহতের ঘটনায় বিএনপি-ছাত্রদলের অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মহানগরীর দক্ষিণ সুরমা থানায় মামলাটি দায়ের করেন ট্রাক মালিক কবির উদ্দিন।



দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতৃত্বাধীন টানা অবরোধ ও হরতালের চতুর্থ দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পেট্টোলবোমা মেরে ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্ব‍ৃত্তরা। এতে দগ্ধ হন ট্রাক চালক মিলন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।