ঢাকা: রাজধানীর নীলক্ষেত মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পাঁচজন পথচারী আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অন্য পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণে রাশেদুল ইসলামের (২১) কোমরে, হাজী মো. আবুল কালামের (৪০) ডান পায়ে, মো. মুসা রহমানের (২৮) বাম পায়ে, মো. রাকিব আহমেদের (২৫) পায়ে ও মো. সুমনের (২৫) হাতে-পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, এরা সবাই পথচারী। নীলক্ষেত মোড়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
আহত রাশেদুল ইসলামের বন্ধু ইভান জানান, রাশেদুল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। রাকিব আহমেদের বন্ধু আরিফ জানান, রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫