ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণে ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক ভ্যান চালক আহত হন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক ভ্যান চালক চালক আহত হন।
কটেল বিস্ফোরণের শব্দে পুলিশ সদস্যরা এগিয়ে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। তবে এ ঘটনায় কাউকে আটক করেতে পারেনি পুলিশ। পরে আহত ভ্যান চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রেসক্লাব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫