ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, ভ্যান চালক আহত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, ভ্যান চালক আহত প্রতীকী

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণে ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক ভ্যান চালক আহত হন।



শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক ভ্যান চালক চালক আহত হন।

কটেল বিস্ফোরণের শব্দে পুলিশ সদস্যরা এগিয়ে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। তবে এ ঘটনায় কাউকে আটক করেতে পারেনি পুলিশ। পরে আহত ভ্যান চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাত‍ালে নিয়ে যান।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রেসক্ল‍াব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।