ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে পেট্রোল বোমায় শিশুসহ দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
রাজধানীতে পেট্রোল বোমায় শিশুসহ দগ্ধ ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রমনা থানার মধুবাগের হাতিরঝিল সংলগ্ন পুলিশ ফাঁরির সামনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দুই পথচারী দগ্ধ হয়েছেন। তারা হলেন নুর মোহাম্মদ (২২) ও তার শ্যালক পলাশ (৯)।



শিশু পলাশের শরীরের ৩ শতাংশ ও নুর মোহাম্মদের ২০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের  বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ পলাশ জানায়, তার মা বাসার গৃহকর্মীর কাজ করেন। সে তার দুলাভাইকে নিয়ে মগবাজারের মধুবাগের ভাড়া বাসা থেকে পাশের একটি বাসায় তার মায়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিলেন।

পলাশের বাবার নাম খলিল মিয়া। দেশের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর থানার জটবাড়ি গ্রামে। সে চতুর্থ শ্রেণির ছাত্র।

নুর মোহাম্মদের বাবার নাম মোশারফ হোসেন। দেশের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকায়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, ভবনের ছাদ থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে। এতে তারা দগ্ধ হন। দগ্ধদের চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।