গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক লিটন (২৭) ও থানা ছাত্রদলের আহ্বায়ক মিনু সহ (২৬) ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে সজিব (২৫) নামে এক শিবির ক্যাডার ও জাহাঙ্গীর মিয়া (৪৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য রয়েছেন। অন্য ৩ জন বিএনপি-জামায়াতের কর্মী।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫