ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মহান ভাষাসৈনিকদের স্মরণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন খালেদা জিয়া।
এদিকে একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
২১ ফেব্রুয়ারি সকালে বিএনপি চেয়ারপারসনের পক্ষে তার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে ফুল দেন।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মাজেদুল ইসলাম, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার ও শফিউরের কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।
অন্যান্য বার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেও এবার সেখানে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ৫ জানুয়ারি রাজধানীতে কোনো ধরনের সভা-সমাবেশ করতে না পেরে ওই দিন থেকেই অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। এরমধ্যে কয়েক দফা হরতালও ডেকেছে সরকার বিরোধী এ জোটটি।
বাংলাদেশ সময় : ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫