ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রওশন এরশাদের বাসার সামনে ককটেল, গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
রওশন এরশাদের বাসার সামনে ককটেল, গুলিবিদ্ধ ১

ময়মনসিংহ: বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য রওশন এরশাদের ময়মনসিংহ শহরের বাসা ‘সুন্দর মহল’-এর সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে।



এ সময় পুলিশের গুলিতে কোতোয়ালী স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, রাতে নুরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত শহরের ফায়ার সার্ভিস রোডে বিরোধী দলীয় নেত্রীর বাসার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় টহলরত পুলিশ তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে নুরুজ্জামান গুলিবিদ্ধ হন। তার হাঁটুর একটু উপরে গুলি লাগে। নুরুজ্জামানকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘন্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।