মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলম হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ২টায় মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় তার বাড়ি থেকে আলমকে আটক করা হয়।
আলম হোসেনের স্ত্রী আসমা খাতুন আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ২ টার দিকে তিন গাড়ি পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে এবং আলম হোসেনকে বেরিয়ে আসতে বলে। আলম বাইরে এলে তাকে আটক করে নিয়ে চলে যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চেয়ারম্যান আলম হোসেনকে আটক করে সদর থানায় নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫