ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ হরতাল কর্মসূচি।
দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে তার প্রতিবাদ এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে, গত তিন সপ্তাহের কার্য দিবসগুলোতেও হরতাল পালন করে ২০ দলীয় জোট।
সকাল ৬টা থেকে হরতাল কর্মসূচি শুরু হলেও রাজধানীতে হরতাল সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি। এদিকে ভোর থেকেই গাবতলী-সদরঘাট-যাত্রাবাড়ি, মিরপুর-যাত্রাবাড়ি, মোহাম্মদপুর-যাত্রাবাড়ি, আজিমপুর-গাজীপুর চৌরাস্তাসহ রাজধানীর বিভিন্ন রুটে অভ্যন্তরীণ বাস চলাচল করতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫