ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: হরতালের সমর্থনে বরিশালে সড়কে আগুন জ্বালিয়ে পৃথক পৃথক স্থানে বিক্ষোভ করেছে ছাত্রদল ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বরিশাল নগরীর শহীদ জিয়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।



এরআগে ৭টায় নগরীর বাজার রোডে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ২০ দলীয় জোটের ব্যানারে নেতাকর্মীরা।

এছাড়া নগরী ও জেলার কোনো উপজেলায় হরতালের সমর্থনে মিছিল বা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এছাড়া মহাসড়কেও রয়েছে তাদের কড়া নজরদারি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে গণপরিবহন চলাচল বেড়েছে। খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।