মেহেরপুর: মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও সদর থানা জামায়াতের আমির রুহুল আমিন ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিএনপি নেতা আহসান হাবিব সোনাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশের একাধিক টিম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তবে বিএনপি ও জামায়াতের নেতাদের আটক কারণ জানা যায়নি। তাদের বিভিন্ন নাশকতার মামলায় আটক দেখানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এর আগে পৃথক অভিযানে পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আলম হোসেনকে আটক করা হয়।
এদিকে, জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতিকে আটকের প্রতিবাদে জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিক ইউনিয়ন।
এতে মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া রুটসহ অন্যান্য রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে।
শ্রমিক ইউনিয়ন গাংনী উপজেলা সভাপতি আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন এ বিষয়ে বাংলানিউজকে বলেন, তাদের নেতা আহসান হাবিব সোনাকে না ছাড়া পর্যন্ত দুরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে কোনো যান চলাচল করবে না।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫