ঢাকা: হরতালের অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গুলশানে কামাল আতার্তুক এভিনিউতে মানববন্ধন করছেন, শিল্পী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা,
শিক্ষক,চিকিৎসক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
রোববার সকাল ১০টা ৩০ মিনিট থেকে এ প্রতিবাদী অবস্থানে অংশ নেন তারা।
মানববন্ধনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেত্রী তারানা হালিম বলেন, বর্তমানে রাজনীতির নামে যে সহিংসতা চলছে, তার প্রতিবাদ আমাদের সকলকে করতে হবে। মারামারি সহিংসতা বন্ধ করতেই হবে। সমগ্র বাংলাদেশকে আমরা বার্ন ইউনিটে পরিণত করতে পারি না।
মানববন্ধনে শিল্পীদের মধ্যে আরো অংশ নেন, সৈয়দ হাসান ইমাম, পীযুষ বন্দ্যোপাধ্যায়, তুষার খান, নাদের চৌধুরী, চঞ্চল চৌধুরী প্রমুখ।
এসময় আরণ্য নাট্যদলের প্রযোজনা আগুনের জবানবন্দী পথনাটক প্রদর্শন করা হয়। নাটকটি উপভোগ করেন, সাবেক পররাষ্ট্রমমন্ত্রী দিপু মনি।
বাংলাদেশ সময় ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫