মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক বিএনপি নেতার দোকান থেকে ৭ পেট্রোল ও ৫ ককটেলসহ রিপন (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের গাছ মার্কেট এলাকায় পৌর বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন লিটনের দোকান থেকে রিপনকে আটক করা হয়।
আটক রিপন বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রিপন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরো জানান, রিপনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তবে পৌর বিএনপির অভিযোগ, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫/আপডেট: ১৩০২ ঘণ্টা