ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
সিলেটে ট্রেন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ছবি: (ফাইল ফটো)

সিলেট: সিলেট রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেক্সকে লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। তবে ককটেলগুলো ট্রেনের অভ্যন্তরে না পড়ায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে স্টেশনের প্লাটফর্মের বাইরের এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় হামলাকারীরা হরতাল-হরতাল স্লোগান দিয়ে ট্রেন লক্ষ্য করে ৫/৬টি ককটেল ছুড়ে মারে। তবে সেগুলো ট্রেনে পড়েনি।

সিলেট রেলস্টেশনের ম্যানেজার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিডিউল বিপর্যয়ের কারণে জয়ন্তিকা এক্সপ্রেক্স বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়। স্টেশনের প্লাটফর্মের বাইরে ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা।

এদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।