ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ডিএসসিসি নির্বাচন

গণসংযোগ শুরু করেছেন সাঈদ খোকন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
গণসংযোগ শুরু করেছেন সাঈদ খোকন সাঈদ খোকন

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন সাঈদ খোকন।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে সিটি করপোরেশন এলাকার জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন বলেও জানালেন তিনি।



শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এসব জানালেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, কাজ করতে বলেছেন, আমি কাজ করে যাচ্ছি।

‘আমাকে ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন, দোয়া নিতে বলেছেন। সে অনুযায়ীই কাজ করছি আমি,’—যোগ করেন এই আওয়ামী লীগ।   

জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেন জানান সাঈদ খোকন।

কী ধরনের কাজ করছেন? এমন প্রশ্নে সাঈদ খোকন বলেন, এলাকার মানুষের কাছে যাচ্ছি, নির্বাচনের কথা জানাচ্ছি। মানুষের কাছে দোয়া চাচ্ছি। দলের সর্বস্তরের নেতাকর্মীর সঙ্গে কথা বলছি।

‘মানুষের মধ্যে বেশ সাড়াও পাচ্ছি, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবো,’—যোগ করেন ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের এই ছেলে।

ইশতেহারে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে-জানতে চাইলে তিনি বলেন, জন কল্যাণে কাজ করা, সিটি করপোরেশনের জনগণের উন্নয়নই হবে অগ্রাধিকার বিষয়।

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন সাঈদ খোকন। এ সময় ব্যবসায়ী নেতা আনিসুল হকও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

সাঈদ খোকনকে ঢাকা দক্ষিণ ও আনিসুল হককে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম।

জানতে চাওয়া হলে সাঈদ খোকন বাংলানিউজকে বলেন, আমি এবিষয়ে কিছু বলতে চাই না। আমি নির্বাচনে আছি। দল থেকে আমাকে মেয়র পদে সমর্থন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।