বগুড়া: পহেলা মার্চ থেকে লাগাতার ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মিছিল শেষে ইয়াকুবিয়া স্কুল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে বগুড়া জেলা বিএনপির সভাপতি ছাড়াও সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট রাফি পান্না, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ডা. মামুনুর রশিদ মিঠু, শেখ তাহা উদ্দিন নাহিন, ডা. আজফারুল হাবিব রোজ, শহীদ-উন-নবী ছালাম, আব্দুর রউফ, জামায়াত নেতা আলী আজগর, রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হরুন-অর রশিদ সুজন, ফেরদৌস আজম সুমন, সাংগঠনিক ফারুকুল ইসলাম ফারুকসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম বলেন, গণতন্ত্রের টুঁটি চেঁপে ধরে রেখে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়ে পরিকল্পিত নাশকতার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করছে আওয়ামী লীগ সরকার।
এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো বার্তায় ১ মার্চ (রোববার) সকাল ৬টা থেকে ৪ মার্চ (বুধবার) সকাল ৬টা পর্যন্ত বগুড়া জেলায় লাগাতার ৭২ ঘণ্টা হরতালের বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫