পাবনা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অভিজিৎ হত্যার মধ্য দিয়ে প্রমাণ হলো হত্যাকারীরা মানুষ নয় দানব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ দানবদের কখনোই দেশ দখল করতে দেওয়া হবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে সাহসের সঙ্গে তাদের দমন করতে হবে।
শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চের এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ৭১’র যুদ্ধ শেষ হলেও দেশে এখনও দারিদ্রতা, পরিবেশ, লিঙ্গ ও জঙ্গিবাদের আতঙ্ক থেকে মুক্ত হওয়ার যুদ্ধ চলছে।
তিনি বলেন, দেশ যখন প্রবৃদ্ধির দিকে এগুচ্ছে ঠিক সেই সময় পাকিস্তানের দোসর আলবদর রাজাকার ও দোসররা পেছন দিক থেকে টেনে ধরছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে পেট্রোলবোমা মেরে জান-মাল পুড়িয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
মন্ত্রী আরো বলেন, বিশ্বের নামী-দামী গবেষকদের মতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে অনেক ভাল। কিছুদিন গেলে বিশ্বের ২২তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশ দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ডিজিটাল দেশে পরিণত করা হচ্ছে। রাজনৈতিক বিপর্যয় না ঘটলে দেশ আরো সমৃদ্ধ হত।
ইনু বলেন, আগুন সন্ত্রাসীদের সঙ্গে কখনই গণতন্তের সংলাপ সম্ভব নয় এবং ভবিষ্যতেও হবে না। দেশে হয় রাজাকার নয় মুক্তিযোদ্ধা যেকোনো একটা থাকবে।
পাবনা অনন্দা গোবিন্দ পাবলিক লাইব্রেরি সভাপতি ও স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, বইমেলা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক নুরুন্নবী।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫