ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বগুড়ায় শ্রমিকলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সারাদেশে হরতাল-অবরোধের নামে যানবাহনে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষসহ শ্রমিক হত্যার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকলীগ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহরের সাতমাথায় টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জেলা শ্রমিকলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।



অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগ নেতা ডা. মকবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমানুল্লাহ আমান, আসাদুর রহমান দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মমতাজ উদ্দিন তার বক্তব্যে বলেন, যারা আগুন দিয়ে মানুষ মারে তারা মানুষ নয়, দানব। মানবের সঙ্গে দানবের একসঙ্গে থাকার সুযোগ নেই। দানবের কোনো ইতিহাস নেই, ঐতিহ্য নেই, দেশ নেই, ধর্ম নেই, জাতি নেই। তারা মানবতার শত্রু, বাংলাদেশের শত্রু।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত কর্মসূচি পালনের নামে সন্ত্রাসী-জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে যানবাহনে পেট্রোলবোমা হামলা করে নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা করছে। শ্রমিকলীগের নেতাকর্মীদের এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।