রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চত্বরে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের পর কৃষি অফিসের নৈশপ্রহরী মনিরুলের মাধ্যমে খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫