ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে পিকআপে অগ্নিসংযোগ, ১০ যানবাহন ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
লক্ষ্মীপুরে পিকআপে অগ্নিসংযোগ, ১০ যানবাহন ভাঙচুর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগ ও রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরে যাত্রীবাহী বাসসহ জেলার বিভিন্নস্থানে ১০টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে।



স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর জেলা কারাগারের পাশে ইসলাম মার্কেটের সামনে একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই সময় সদর উপজেলার দালালবাজার এলাকায় একটি পিকআপের গতিরোধ করে অগ্নিসংযোগ করে। এসময় চালক বাধা দিলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করা হয়।

এসময় আরোও দু’টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এর আগে, মিয়ার রাস্তার মাথা এলাকায় তিনটি, রামগঞ্জের পদ্মাবাজার এলাকায় একটি সিএনজি চালিত আটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে, রাত ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর কবরস্থান এলাকায় সানফ্লাওয়ার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্লাস ভাঙচুর করে দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।