ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জে দুই শিবিরকর্মী আটক

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
গোবিন্দগঞ্জে দুই শিবিরকর্মী আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের কুটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- উপজেলার কুমড়াডাঙ্গা গ্রামের চাঁদ মিয়ার ছেলে আবু রায়হান রঞ্জু (৩০) ও হাতিয়াদহ গ্রামের বক্কর আলীর ছেলে শাহেদ মিয়া (৩৩)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক রঞ্জু ও শাহেদ শিবিরকর্মী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।

রোববার (০১ মার্চ) সকালে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।