ঢাকা: রক্তঝরা মার্চের প্রথম প্রহরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শান্তির বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে আওয়ামী যুবলীগ।
রোববার (০১ মার্চ) রাত ১২টা এক মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে দলটির কেন্দ্রীয় নেতারা এ শপথ নেন।
এসময় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দফতর সম্পাদক আনিসুর রহমান, উপ-প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
সন্ত্রাস-মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে শান্তির বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন তারা। এছাড়া বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলারও শপথ নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫