ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মার্চের প্রথম প্রহরে যুবলীগের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
মার্চের প্রথম প্রহরে যুবলীগের শপথ

ঢাকা: রক্তঝরা মার্চের প্রথম প্রহরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও শান্তির বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে আওয়ামী যুবলীগ।

রোববার (০১ মার্চ) রাত ১২টা এক মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে দলটির কেন্দ্রীয় নেতারা এ শপথ নেন।



এসময় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দফতর সম্পাদক আনিসুর রহমান, উপ-প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।  

সন্ত্রাস-মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে শান্তির বাংলাদেশ গড়ে তোলার শপথ নেন তারা। এছাড়া বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলারও শপথ নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।