ঢাকা: গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (০১ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটককৃতদের মধ্যে সাতজন বিএনপির কর্মী এবং চারজন জামায়াত-শিবির কর্মী রয়েছেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫।