ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
সাভারে যুবদলের বিক্ষোভ মিছিল

সাভার (ঢাকা): বিএনপির চেয়ারপারর্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও সাভার থানা বিএনপির সভাপতি হাজী মাহামুদুল হাসান আলালের মুক্তির দাবিতে সাভারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে সাভার থানা যুবদল।

রোববার (১ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি সাভারের শাহীবাগ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।



যুবদলের নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে খালেদা জিয়ার নির্দেশে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।