ঢাকা: যারা সংলাপের কথা বলেন, তারা জঙ্গিবাদের সমর্থক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি।
রোববার (০১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মৎস্যজীবী লীগ ঢাকা মহানগর আয়োজিত রাজনৈতিক সন্ত্রাস, জামায়াত-বিএনপির লাগাতার অবৈধ অবরোধ ও হরতালের বিরুদ্ধে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, টুইন টাওয়ারে হামলার পর আমেরিকা তো জঙ্গিদের সঙ্গে আলোচনাতেই বসেনি। তাহলে আমরা কেন আলোচনায় বসবো!
এ সময় তিনি বলেন, যারা বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সঙ্গে সরকারের কোনো আলোচনা হতে পারে না।
মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, খালেদা জিয়া শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন। গণহত্যা চালাচ্ছেন। রাজনৈতিক আন্দোলনের নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।
২০ দলীয় জোট তাদের ‘গণহত্যা’কে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই লাগাতার অবরোধ-হরতাল কর্মসূচি চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫