সিরাজগঞ্জ: ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন নবদ্বিপ পুলের কাছ থেকে মিছিলটি বের হয়ে কালিবাড়ী কড়িতলা মসজিদ এলাকায় যায়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের সভাপতি আবু সাইদ সুইট ও ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ।
আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন হক রঞ্জু, নেতা আহসান হাবিব উজ্জল, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন, রাসেল, সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, যুবদল নেতা আসলাম উদ্দিন ও জুয়েল প্রমুখ।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রুপনাই বাজারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন থানা ছাত্রদলের আহ্বায়ক সালেহ আহম্মেদ জামিল, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইমন, আবু তালেব ও ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা।
এদিকে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে সদর থানা ও এনায়েতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপি নেতাসহ দুইজনকে গ্রেফতার করে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীররাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। এরা হলেন- এনায়েতপুরের দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুরিয়া গ্রামের ছাত্রদল নেতা মোতালেব হোসেন (২২)।
সদর থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলী ও এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারেক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫