ঢাকা: রাজধানীর ধানমণ্ডি ৮/এ এলাকায় রাস্তায় পার্কিং করা একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকেরা।
রোববার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্কিং করা মাইক্রোবাসটির পেছনের কাঁচ ভেঙে আগুন দেয় হরতাল সমর্থকেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়। এ সময় মাইক্রোবাসটির তিনটি সিট পুড়ে যায়।
মাইক্রোবাসের মধ্যে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫