রাজশাহী: রাজশাহী মহানগর এলাকা থেকে একাধিক নাশকতার মামলার আসামি বিএনপিকর্মী বকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শাহ মখদুম থানার ভোলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।
রাজশাহী শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানান, বিএনপিকর্মী বকুলের বিরুদ্ধে অবরোধ-হরতালে নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার ভোলাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫