ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ছাগলনাইয়ায় ৩ গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
ছাগলনাইয়ায় ৩ গাড়ি ভাঙচুর

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিএনপির মিছিল থেকে তিনটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনা ঘটেছ।

রোববার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।



সাকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির সভাপতি নূর আহম্মদের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের ডাকবাংলো রাস্তার মাথা এলাকা পর্যন্ত গেলে পুলিশ তাদের ধ‍াওয়া দিয়ে মিছিলটি পণ্ড করে দেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের পুরাতন আদালত মাঠ এলাকায় তিনটি মাইক্রোবাসে ভাঙচুর চালায়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে বলেন, বিএনপি প্রশাসনের অনুমতি নিয়ে মিছিল বের করেনি তাই নাশকতা রোধে পুলিশ মিছিলে বাধা দিয়েছে। তবে গাড়ি ভাঙচুরের কথা তিনি অবগত নন বলে জানান।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার বাংলানিউজকে বলেন, পুলিশ অন্যায়ভাবে বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।