ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৯ কর্মী কারাগারে

ডিস্ট্রিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৯ কর্মী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (০১ মার্চ) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।



শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সদরসহ জেলার গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে আবু রায়হান রঞ্জু (৩০) ও শাহেদ মিয়া (৩৩) নামে দুই শিবির কর্মীর পরিচয় পাওয়া গেছে।   তাৎক্ষণিক ভাবে বাকীদের নামপরিচয় পাওয়া যায়নি।  
 
শনিবার দিনগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার কুমড়াডাঙ্গা গ্রামের চাঁদ মিয়ার ছেলে রঞ্জু ও হাতিয়াদহ গ্রামের বক্কর আলীর ছেলে শাহেদ মিয়াকে পৌর শহরের কুটিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার হওয়াদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি রয়েছে। চলমান নাশকতা বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।