ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় হরতাল বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
খুলনায় হরতাল বিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর ১২টায় সদর থানা ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।



সমাবেশ শেষে মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আ.লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ শামীম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুর রহমান পলাশ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ-ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ‘অবৈধ’ হরতাল-অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাস, হত্যা, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবি করেন।   

বাংলাদেশ সময় : ১৩৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।