ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গি তৎপরতা বোঝাতেই অভিজিৎ হত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
‘জঙ্গি তৎপরতা বোঝাতেই অভিজিৎ হত্যা’ ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে জঙ্গি তৎপরতা চলছে, এটা বোঝাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়ের মতো মুক্তমনের মানুষকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনের রাষ্ট্রদূত মা মিঙ কিয়াঙকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে জঙ্গি তৎপরতা চলতে পারে না- সারা বিশ্ব এ আস্থা রাখে এ সরকারের ওপর। কিন্তু এ সরকারের সময়ও দেশে জঙ্গি তৎপরতা চলছে এটা বোঝাতে অভিজিৎ রায়ের মতো একজন মুক্তমনের মানুষকে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল বলেন, হরতালের মধ্যেও আজ (১ মার্চ) এ অনুষ্ঠানে আসতে জ্যামে পড়তে হয়েছে। আর্ন্তজাতিক বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে খালেদা জিয়া এসব করে যাচ্ছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের সাম্যবাদী দল এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩৪৭ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।