ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে শিবির নেতাসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
হবিগঞ্জে শিবির নেতাসহ আটক ৬

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে পাহাড়িকা ট্রেনে পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক শিবির নেতাসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার (০১ মার্চ) সকাল ৭টা পর্যন্ত বিজিবি, মাধবপুর, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।



আটকরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক বায়তুল মাল সম্পাদক আমির হোসেন নোমান (২০), হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের সুজন মিয়া (২০), উচাইল গ্রামের হেলাল মিয়া (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা সাতবর্গ গ্রামের সজল রায় (২৮), মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের সাহাব উদ্দিন (২০) ও একই গ্রামের আব্দুস সোবহান (৩০)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান,  শুক্রবার রাতে সিলেটগামী পাহাড়িকা ট্রেনে পেট্রোল বোমা হামলায় তিন যাত্রী দগ্ধ হন।

এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শায়েস্তাগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট থানার ওসিসহ  পুলিশ এবং বিজিবি’র টহল বাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুজ্জামান মনির বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।