ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি হরতাল-অবরোধ ডেকে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
‘বিএনপি হরতাল-অবরোধ ডেকে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি রাজনৈতিক অন্দোলনের নামে হরতাল-অবরোধ ডেকে জঙ্গি কার্যক্রম চলাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এ জঙ্গি কার্যক্রম চালানোর কারণ তাদের সঙ্গে থাকা পাকিস্তান বর্তমানে জঙ্গি দেশে পরিণত হয়েছে।

অপরদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এটাই তাদের ক্ষোভ- বাংলাদেশ কেন পাকিস্তানের চেয়ে এগিয়ে যাবে।
 
রোববার (১ মার্চ) রাজধানীর শিশু কল্যাণ পরিষদে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুহম্মদ আবদুল খালেক লিখিত ‘জাতির জনকের সোনার বাংলা, বাঙালির বাংলাদেশ’ শীর্ষক কাব্যগ্রন্থের প্রকাশনা ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে বিশ্ব বাঙালি সম্মেলন ও দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ অনুষ্ঠানটির আয়োজন করে।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপি দুই মাস ধরে হরতাল-অবরোধ চলিয়ে যাচ্ছে। জঙ্গি কার্যক্রমকে রাজনৈতিক স্বীকৃতি দিতেই তারা এটি করছে। তাদের সঙ্গে থাকা পাকিস্তান জঙ্গি দেশে পরিণত হয়েছে। আর বাংলাদেশ সব দিকে উন্নয়ন করছে। এটি তারা কিছুতেই মানতে পারছেন না। তাই এ উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে সবাই মিলে এ জঙ্গি হামলা প্রতিহত করার আহবান জানান মোজাম্মেল হক।
 
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, তেমনি বর্তমানে যারা জঙ্গি হামলা করছেন, তাদেরও বিচার হতে হবে।
 
ব্লগার অভিজিৎ হত্যার বিষয়ে মোজাম্মেল হক বলেন, যারা অভিজিতকে হত্যা করেছে তারা লাদেন গ্রুপ। হুমায়ুন আজাদসহ আরো পাঁচ জনের উপর একই ভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এই গ্রুপটি।
 
মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজউদ্দিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, বিশ্ব শান্তি পরিষদের সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু প্রমুখ।
 
চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। কিন্তু খালেদা এ উন্নয়ন ধ্বংস করতে ষড়যন্ত্র করছেন। যতই ষড়যন্ত্র করুক তারা সফল হতে পারবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই। এ জন্য সবাইকে এক হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।