ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের ক্ষমতার সময়কার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ক্ষমতার পালাবদলে এখন রমনা থানা প্রজন্মলীগের সভাপতি। তবে গ্রেফতার হয়েছেন ছিনতাই করার পর হাতেনাতে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ১ লাখ ৩৪ হাজার টাকা ছিনতাইয়ের অপরাধে গ্রেফতার হয়েছেন শৈবাল হোসেন প্রিন্স। ছাড়া পেতে এখন নিজেকে দাবি করছেন রমনা থানা প্রজন্মলীগের সভাপতি হিসেবে। তার ছিনতাইয়ে সঙ্গী ছিলেন আলী হোসেন জীবন। তিনি নিজেকে ১৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতির ছেলে হিসেবে দাবি করছেন। এই দুই দাবিদারের বিরুদ্ধে মামলা করায় বাদী আসিফ কিবরিয়াকে ভয়-ভীতি দেখানো হচ্ছে।
এ দু’জনের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, ‘প্রিন্সেরতো পোস্টার দেখি। পোস্টার থাকলেই কি আর নেতা হয়! এরা আসলে চিহ্নিত টাউট। নিজেদের বাঁচাতে রাজনৈতিক পরিচয় ব্যবহারের চেষ্টা করছে। ’
থানার একটি সূত্র বলছে, বিগত বিএনপি সরকারের সময়ে ঢাকা মহানগরীর ৩৫নং ওয়ার্ড (সাবেক ৫৪নং ওয়ার্ড) ছাত্রদলের সভাপতি ছিলেন প্রিন্স। তখনো ছিনতাই ও মাদক গ্রহণের মতো অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সখ্যতা তৈরি করেন প্রিন্স। এরপর এক সময় রমনা থানা প্রজন্মলীগের সভাপতি বনে যান তিনি।
রমনা থানায় করা মামলায় মালয়েশিয়া প্রবাসী আসিফ কিবরিয়া অভিযোগ করেছেন, শনিবার রাত সোয়া বারোটায় ইস্কাটনের দিলু রোডে দুই যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ২ হাজার ৭০০ রিঙ্গিত, ৮৯৫ ডলার এবং একটি পাওয়ার ব্যাংক ছিনতাই করে। এ সময় তাকে মারধরেরও অভিযোগ করেন তিনি।
টহল পুলিশকে জানালে কিছুক্ষণের মধ্যেই তারা দুই ছিনতাইকারীকে ইস্কাটন থেকে আটক করে। আসিফ ছিনতাইকারীদের চিহ্নিত করলে দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়।
আসিফ কিবরিয়া বাংলানিউজকে বলেন, মামলার পর থেকে দুই আসামির স্বজনেরা তাদের রাজনৈতিক পরিচয় দিয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্যে চাপ দিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘন্টা, মার্চ ০১, ২০১৫