নওগাঁ: নওগাঁয় গণমিছিল ও সমাবেশ করেছে জেলা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
রোববার (০১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা ২০ দলীয় জোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ধলু ও জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রিজের মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জোটের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫