খুলনা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও হরতালের সমর্থনে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির উদ্যোগে রোববার (১ মার্চ) দুপুর ১২টায় নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ।
মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, মহানগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক শের আলম সান্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হাসান দুলু, জেলা ছাত্রদলের সভাপতি কামরান হাসান, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমূখ।
এছাড়াও মহানগর যুবদল-ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫