ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

অভিজিৎ হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
অভিজিৎ হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ।

রোববার (১ মার্চ) বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন চলাকালে অভিজিৎ রায় হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের সহ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ নিজাম মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল হক, রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা দত্ত, রাজবাড়ী সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জাচ্চু মিত্র, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি সুমন বিশ্বাস ও শিক্ষিকা শামীমা আক্তার মুনমুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।