বাগেরহাট: বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
রোববার (০১ মার্চ) সকাল ১১টায় শহরের রেলরোডের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি ফারুক তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক মোল্লা ও সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫