ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সারাদেশে সহিসংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সারাদেশে সহিসংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সারাদেশে চলমান রাজনৈতিক সহিসংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয় ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সামাজিক সংগঠনের সদস্যরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।

মানববন্ধনে সংগঠনের শতাধিক সদস্য হাতে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

সংগঠনের সভাপতি নাঈম ইসলাম সাঈফির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সদস্য দিলরুবা আক্তার জেনি, তানভীর খান, সাঈম ইসলাম আদনান প্রমুখ।

এ সময় বক্তারা চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সহিংসতামূলক কর্মসূচি প্রত্যহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান  জানান।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।