ব্রাহ্মণবাড়িয়া: সারাদেশে চলমান রাজনৈতিক সহিসংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয় ‘অবিরাম ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সামাজিক সংগঠনের সদস্যরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।
সংগঠনের সভাপতি নাঈম ইসলাম সাঈফির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সদস্য দিলরুবা আক্তার জেনি, তানভীর খান, সাঈম ইসলাম আদনান প্রমুখ।
এ সময় বক্তারা চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সহিংসতামূলক কর্মসূচি প্রত্যহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫