ঢাকা: আদালতের নিদের্শ অনুযায়ী অবিলম্বে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ।
সোমবার (০২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, খালেদার কার্যালয়ে অনেক নেতাকর্মী লুকিয়ে আছেন বলেই সেখানে প্রতিদিন ৫০ জনের খাবার যায়। তাই অবিলম্বে আদালতের নিদের্শ অনুযায়ী খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালিয়ে সেখানে যত অস্ত্রশস্ত্র আছে সব জব্দ করতে হবে।
আর এ ব্যাপারে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানান তিনি।
খালেদা জিয়ার ‘রোষানল’ থেকে রক্ষা পেতে দেশের মানুষকে রুখে দাঁড়ানোর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
মানববন্ধনে হাসান মাহমুদ আরো বলেন, ছোট বাচ্চাদের ভয় দেখানোর জন্য রাক্ষসের গল্প শোনানো হয়। কিন্তু কয়েক বছর পর বাচ্চাদের ভয় দেখানোর জন্য খালেদা জিয়ার বোমা মেরে মানুষ পোড়ানোর গল্প বলতে হবে।
খালেদা জিয়ার ‘সহিংস’ কার্যক্রমের সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, তিনি বিদেশিদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। কিন্তু বিদেশিরাই বলছেন ‘বাংলাদেশের সমস্যা বাংলাদেশকেই সমাধান করতে হবে। ’ ইউপিয়ান ইউনিয়নেও বলা হয়েছে- ‘সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। ’ তাই বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই।
খালেদার কার্যালয় তল্লাশি করার নিদের্শ চাওয়ার জন্য পুলিশবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, কার্যালয় তল্লাশি করে লুকিয়ে থাকা নেতাকর্মীদের বের করে এনে গণধোলাই দিতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাজী মো. সেলিম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, অধ্যাপক ফজলুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫