ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টন ও কাঁটাবনে ৬ ককটেল বিস্ফোরণ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
নয়াপল্টন ও কাঁটাবনে ৬ ককটেল বিস্ফোরণ

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে পরপর চারটি ও কাঁটাবনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়।



প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের উল্টো দিকের সড়কে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় কয়েকজন দুর্বৃত্ত।

তবে আশপাশের এলাকায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা।

অবশ্য, ঘটনার পরপরই আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পুলিশসহ আইন-প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় কেউ ‍আহতও হয়নি।

অপরদিকে, প্রায় একইসময়ে কাঁটাবনের ইউনিভার্সিটি প্রেসের সামনের সড়কে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে হরতাল-অবরোধ সমর্থকরা।

এ ঘটনায়ও কেউ আহত হয়নি বা কাউকে আটক করা যায়নি। তবে, বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় ‍আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।