ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ফেরত গেল খালেদার জন্য আনা ইতালির পাস্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ফেরত গেল খালেদার জন্য আনা ইতালির পাস্তা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ইতালিয়ান পাস্তা নিয়ে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসা আমিনুর রহমান সালাম নামে এক ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচ প্যাকেট ইতালিয়ান পাস্তা নিয়ে এলে তাকে ফেরত পাঠানো হয়।



খালেদার কার্যালয়ের ফটক থেকে ফেরত এসে আমিনুর রহমান বাংলানিউজকে বলেন, নিজ থেকেই আমি পাঁচ প্যাকেট ইতালিয়ান পাস্তা খালেদা জিয়াসহ কার্যালয়ের ভেতরে অবস্থানরতদের জন্য নিয়ে এসেছি। কিন্তু কার্যালয়ে প্রবেশে ফটকে দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতি না পাওয়ায় এই পাস্তা খালেদা জিয়ার কাছে পৌঁছাতে পারিনি।

আমিনুর রহমান দাবি করেন, তিনি কোনো দলের সমর্থক নন, একজন সাধারণ মানুষ হিসেবেই এই শুকনো খাবার নিয়ে এসেছেন।

২৫ বছর ধরে ইতালিতে আছেন এবং সেখানে ব্যবসা করেন বলেও জানান আমিনুর রহমান।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে ‘সেভ হিউম্যান পিস অর্গানাইজেশন বাংলাদেশ’ নামে একটি মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান দাবিদার মো. হানিফসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল হরতাল-অবরোধ বন্ধে স্মারকলিপি নিয়ে খালেদার কার্যালয়ে এলে তাদেরও ফেরত পাঠানো হয়।

গত ৩ জানুয়ারি দিনগত রাত থেকে খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।