বগুড়া: বগুড়ায় নাশকতা মামলায় বগুড়া জামায়াত-শিবিরের ইউনিয়ন পর্যায়ের তিন নেতাসহ ১৬ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টায় বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) ও জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (১৩ মার্চ) সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন স্থান থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন জামায়াতের রোকন মাহমুদুর রহমান (৩৭), আফছার আলী (৫০) এবং একই ইউনিয়নের শিবির সভাপতি মোখলেছুর রহমানসহ (২০) জামায়াত-শিবির ও বিএনপির ১৬ আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫।