বগুড়া: সারাদেশে হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির বগুড়া শহর শাখা।
রোববার(২২ মার্চ) সকালে শহরের নামাজগড় এলাকা থেকে মিছিলটি বের হয়।
পরে সেখানে ছাত্রশিবির শহর সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান বিন সাবিদের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম সরকার, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার অফিস সম্পাদক সফিকুল ইসলাম সফিক, শিবির নেতা এসআই শামীম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫