ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

ইসি যেন আইসিসির মতো আম্পায়ারিং না করে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
ইসি যেন আইসিসির মতো আম্পায়ারিং না করে ছবি : জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন বলেছেন, খারাপ আম্পায়ারিং হলে কী অবস্থা হয়, সেটা বাংলাদেশ-ভারত ম্যাচে দেখেছি। সিটি কর্পোরেশন নির্বাচনে যেন নির্বাচন কমিশন (ইসি) আইসিসি’র মতো আম্পায়ারিং না করে।



বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচনকে ২০ দল তামাশার নির্বাচন বলছে- এ বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচন যেন তামাশার না হয় ইসি’কে সেই ব্যবস্থা নিতে হবে। ইলেকশন কমিশন যেন ভালো একটা নির্বাচন উপহার দেয়। ইসি যেন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলে।

তিনি বলেন, সময়মতো সিটি নির্বাচন না হওয়া সংবিধান পরিপন্থী। নির্বাচন হতে এতো দেরি হলো কেন, সেই জবাব দিতে হবে।

সাংবিধানিক অধিকার প্রসঙ্গে এ সংবিধান প্রণেতা বলেন, দেশের সব ক্ষমতার মালিক সাধারণ জনগণ। আমাদের মালিক হিসেবে জবাব চাইতে হবে। আমরা মালিকানা হারাতে প্রস্তুত নই।

দেশের চলমান রাজনীতির প্রসঙ্গে ড. কামাল বলেন, সুস্থ রাজনীতিতে যারা আঘাত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ সকল ক্ষমতার মালিক আমরা সাধারণ জনগণ।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।