ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাতটায় মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার গালিব, আবুল কালাম আজাদ, এয়াকুব আলী, সোলায়মান সামিসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫